তবে সাহিত্যে এর অন্য কেতাদুরস্ত নাম আছে। আর সেটা হল ” ডায়েরী লেখা” প্রায় সকল বড় ও মহান সাহিত্যিক নিয়মিত বা অনিয়মিত ডায়েরী লিখে গেছেন। কেহ কেহ শুধু মাত্র তার ডায়েরীর জন্যই অমর হয়ে গেছেন। যেমন আনাফ্রাঙক।
ডায়রী পড়াটাও একটা কর্ম। আমি নিজে ডায়েরী পড়তে খুবই ভাল বাসি। কোন লেখক বা শিল্পীকে চেনা বুঝার সবচেয়ে বড় মাধ্যম তার লেখা ডায়েরীগুলো।