fbpx

দিনলিপি বা ডায়েরি অথবা ডেলগ: ৩১

দিনলিপি জিনিসটা বেশ গোলমেলে। একেবারেই লাগামছাড়া বিষয়, অন্তত আমার কাছে। এই দিনলিপি বা এই ডায়েরি বিষয়টা আমার মাথায় ঢুকে যায় অন্য সকলের মত সেই কৈশোরেই। বার বা তের বছর বয়সের পর থেকেই…. আসলে তখন অনুবাদ সাহিত্যের হাত ধরে জলদস্যু গল্প পড়া ও সেখানকার পরিত্যাক্ত কোন জাহাজে পড়ে থাকা কোন ডায়েরির ভিতর মরে যাওয়া মানুষটির রোজনামচা। দারুন ইন্টারেস্টিং লাগত সব। এখনো লাগে।

  • All
  • Brand
  • DayLogs
  • Music
  • Writing
  • পাখি
  • ফ্রী ট্রাভেলিং
  • বিশ্ব ভ্রমণ
  • ভ্রমণ
  • ভ্রমণ কাহিনী
  • চারুকলা
  • কবিতা

জিনিসটা যে গোলমেলে সেটা বুঝা যায় আমার লেখা দেখেই। যেমন ধরেন লিখতে বসেছিলাম কিছু স্মৃতির জাবর কাটব বলে। দুই বছর আগের সমুদ্রনগর বাসী হবার স্মৃতি নিয়ে লিখব বলে, সে সময়কার কতগুলো ছবিও সাঁজিয়ে গুছিয়ে বসেছি। অথচ লিখতেছি কি ?

দিনলিপি কি

এই মাইক্রোনিসের জমানায় দিনলিপি মানে আসলে ডেইলি লগ। ডেইলি মানে প্রতিদিন আর লগ মানে হিসাব বা টুকে রাখা চিহ্ন। তার মানর সহজ কথায় প্রতিদিনের হিসাব টুকে রাখাটাই ডেইলি লগ। 

দিনের যে কোন সময়ের ব্যাক্তিগত অভিজ্ঞতা, অনুভব 

সাহিত্যে দিনলিপি

তবে সাহিত্যে এর অন্য কেতাদুরস্ত নাম আছে। আর সেটা হল ” ডায়েরী লেখা” প্রায় সকল বড় ও মহান সাহিত্যিক নিয়মিত বা অনিয়মিত ডায়েরী লিখে গেছেন। কেহ কেহ শুধু মাত্র তার ডায়েরীর জন্যই অমর হয়ে গেছেন। যেমন আনাফ্রাঙক।

ডায়রী পড়াটাও একটা কর্ম। আমি নিজে ডায়েরী পড়তে খুবই ভাল বাসি। কোন লেখক বা শিল্পীকে চেনা বুঝার সবচেয়ে বড় মাধ্যম তার লেখা ডায়েরীগুলো।

দিনলিপি faridmazumder Coxbazar days

দিনলিপি লেখার নিয়ম