fbpx

ভ্রমণ কথা ২০২০

ঘর থেকে বের হলেই হাজারো অপশন। মানে হাজারটা জায়গায় চলে যাওয়া যায়। মন তো চার পায়ে (!!) খাড়া। ছুটে যেতে পারলেই আনন্দ। আর মনেনে ঠিক ঠাক মত আনন্দ দেয়াটাইতো মানুষ হিসেবে, মনটার ফিজিক্যাল মালিক হিসেবে এটা আমার কর্তব্য।

তাই বলে যে আমি সারা দেশটাই ঘুরে ফেলছি এটা বলতে পারি না। বিকজ……. আমি আসলে টাইপ ট্রাভেলার….. আমার টাইপের বাইরে কম যাওয়া হয়…….. যেমন সুন্দর বন…. যেমন সেন্টমার্টিন আমি এখনো যাই নাই। নানা কারনে এটা ঘটছে, সবচেয়ে বড় কারন সঙ্গী সাথীর অভাব……….. নতুন জায়গায় নতুন মানুষের সাথেই যেতে হয়….. আগেই যাওয়া কারো সাথে নয়…… ফলে…….

রংপুর জানু ২০২০

ভারত ঘুরতে যাওয়াটা অবশ্যই একটা মাইল ফলক…… কেন ? বলা দরকার।

ভ্রমন করতে আনাচে কানাচে ঘুরি ঠিকই.. মাগার দেশের বাইরে যাওয়া হচ্ছিল না। আসলে দেশের বাইরে যাওয়ার কোন ইচ্ছাই জন্ম নিচ্ছিল না বা জানতামই না যে দেশের বাইরে যাওয়া যায়।

সো যখন সত্যিই বর্ডার ক্রস করে ভারতে পা রাখলাম এবঙ ভারত জয় করে মাস খানেক পর যখন আবার দেশে নিজের চেনা ঢাকায় ফিরে আসলাম, তখন আমি ভিন্ন মানুষ। কেমন ভিন্ন ? সেটা বলে বুঝানোর জন্যই এই টক ঝাল মিষ্টি……..

ট্রাভেল্লারস টক

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.