সাধারনত নোমেড মানে যাযাবর। যারা দল বেঁধে ঘুরে বেড়ায়, শিকার বা পশু পালন করে, এমন জাতী বিশেষ। মানে, তারা কোন বর্ণ ধর্ম নয়, বরং জীবন নির্বাহের উপায় এর কারনেই একসাথে বাঁচা। তারা কোথাও স্থায়ী হয় না। এক যায়গা তাদের ধরে রাখতে পারে না বেশিদিন। তারা এগিয়ে চলে, নতুনের খোঁজে অন্য নতুনের দিকে। ব্যাপার গুলা সহজ। শব্দ গুলোই জটিল।