fbpx

Category DayLogs

আমি কি তাই জানিলে, সাধন কর্ম হয়।

আমি আমি করে জীবন পার, আমারে আমিই চিনলাম না। আরে কারে দিব দোষ ? সেই কত কত কাল ধরে আমারই কোন পূর্বপূরূষ , আমাতে গেথেদিয়েছিল আমার বীজ্।বুঝতে পারি। কিছু দরকারী কথাবার্তাও লেখা উচিত। নইল কেউ এসে আমার এইসব অতিকথন শুনবে…

আমি বি ,এফ, এ (সম্মান) পাশ…………

রেজাল্ট বের হয়েছে , আমি পাশ করেছি। গ্রেডিং সিস্টেমে ৩.৩৮ আইট অপ ৪ । ভালই। মাকে মনে পড়ছে। আমার ভার্সিটিতে টিকে থাকার পিছনে তার সম্মান। আমি কি এক সময় সব আশা ছেড়ে দিয়ে , রাস্তায় রাস্তায় ঘুরতাম না ? এখন…

আগেও ডায়েরী লেখতাম, গোপন চিন্তা। এখন প্রকাশ্য লিখছি।

আগেও ডায়েরী লেখতাম, গোপন চিন্তা। এখন প্রকাশ্য লিখছি। ভালও লাগে খারাপও লাগে , সেই নাইন টেনের মত লিখতে পারি না। এখন বিদগুটে কবিতা লিখি। সাদা কালো গল্পের আইডিয়া লেখি,  প্রেমের কবিতা আর লিখি না, মনে হয়।

লিখতে আমার ভালই লাগে………………………………

কিন্তু নিজের লেখার দিকে তাকালে মনটা খারাপ হয়ে যায়। এতো কিছুই হয় না। মানুষের দুএকজন পাঠক থাকে , খোঁজ খবর নেয়। আমার কেও নাই। মানে আমার লেখায় কেউ মনযোগ দেয় না। কিন্ত আমার স্ক্রিপ্ট লেখার অভ্যাসটাতো বজায় রাখতে হবে। আইডিয়া…

কি যে হবে !

সারাক্ষন হতাশ থাকতে কার ভাল লাগে ? আমারও লাগে না। এখনো কোন কাজ দেখাতে পারলাম না, নিজেকে আবার ক্রিয়টিভ মনে করি। funny ! কিন্তু কি দেখলে সবাই খুশি হবে। আমার মুখটি টিভিতে দেখা গেলে ? কিন্তু আমার প্যানতো তেমন না।…

না বলা , না দেখা; ভাবা

আমি তো চাই না, তবুও হয়ে পড়ে, হয়ে যায়। দেখা, নীলের সাথে। লালের সাথে। আজও বসে আছে, আছি। ভুল কথা বার্তা; সব শেষ: রক্ত পড়ে না, ঝরে; আমাদের শালুক ফুল, কালো হয়ে গেছে।