fbpx
Default image

কি যে হবে !

সারাক্ষন হতাশ থাকতে কার ভাল লাগে ? আমারও লাগে না। এখনো কোন কাজ দেখাতে পারলাম না, নিজেকে আবার ক্রিয়টিভ মনে করি। funny ! কিন্তু কি দেখলে সবাই খুশি হবে। আমার মুখটি টিভিতে দেখা গেলে ? কিন্তু আমার প্যানতো তেমন না।…

অদরকারী বদল

দিন দিন বদলে যাচ্ছি। সবাই বদলায়, তবে আমি টের পেলাম দেরিতে। এই যা সামান্ন নড়াচড়াও সয্য করছে না চিনা মাটির খয়েরী মন; তখন শত চেষ্টা করেও সব্জিওয়ালার দাম কমাতে পারি না, সত্তর টাকা দরে আলু; যদিও দুচোখে দেখতে পারি না।…

না বলা , না দেখা; ভাবা

আমি তো চাই না, তবুও হয়ে পড়ে, হয়ে যায়। দেখা, নীলের সাথে। লালের সাথে। আজও বসে আছে, আছি। ভুল কথা বার্তা; সব শেষ: রক্ত পড়ে না, ঝরে; আমাদের শালুক ফুল, কালো হয়ে গেছে।

একটা অস্ত্র দরকার।

একটা ব্যাপার সত্য, আমার শিল্পী, অশিল্পী বন্ধুদের মধ্যে আমিই চরম আলসে। এটা কেন হচ্ছে ? অথচ কাজ ছাড়া আমার ভাল লাগে না। বেহুদা সময় নষ্ট। ব্যাপারটা বুঝি কিন্তু কিছু করতে পারি না। এভাবেই ২৮ শেষ। কোন কাজ নাই।

আমার কোন কথা নাই। আছে আজে বাজে কিছু চিন্তা….

সেই কবে কখন পৃথিবীতে এসেছিলাম। এসেই অধিকার চেয়ে বসলাম। আমার এটা চাই, ওটা চাই। দিতেই হবে। দাও দাও। সব দাও আমাকে। আমি সব খাব। আসলেতো সব খেতে পারি না, শুধু চিৎকার করি আর কি।