ভ্রমণ কাহিনী লেখার কোন নিয়ম আছে কিনা, আমার জানা নাই। না থাকলেও, এখন হবে। কারণ, এতে আছে যথেষ্ট সম্ভাবনা, মানে টাকা। সবাই পরের মুখে ঝাল খাইতে পছন্দ করে। খুঁজে খুঁজে প্রিয় জায়গার গল্প পড়তে চায়, দেখতে চায়। এখন অনেকেই তাদের ভ্রমণ কাহিনী লিখে আরাম আয়েশের জীবন জাপন করছে। শুধু ট্রাভেল স্টোরি লেখেই !! এখানে আমি নিজে কিভাবে আমার নিজের ভ্রমণ কাহিনীগুলো লিখি, সেটা জানার চেষ্টা করি। যেমন ধরুন, একটা লেখা কিভাবে শুরু করি, ওপেনিংটা কেমন করি, মানে ধামাকা নাকি স্লো মো, সেটা বলতে পারি। কিভাবে শুরু করি বা কোন খান থেকে? ধারাবাহিক ভাবে বলে যাই, নাকি থেমে থেমে বলি। এমন সব হাজারো প্রসংগ এসে যাবে।