fbpx

চাঁদ উঠেছে বনে

অবশেষে চাঁদ উঠেছে, জানান দিল চাঁদ কি?

কাকে বলে চাঁদ ?

চাঁদ উঠেছে বহুদিন শহুরে অন্ধকারে খুপরি ঘরে বসে বসে চিন্তার সময়, পাখিদের পাখার শব্দে বাঁশ বাগানের ভিতর ঘোর কাঁটলে পরে একদিন, চাঁদ উঠে।

তখন বুঝতে পারলাম চাঁদ কাকে বলে; বলেই শশিভূষণ আকাশের দিকে সুতীক্ষ্ম দৃষ্টি হেনে তীব্র ভাবে তাকিয়ে ভাবতে বসে, আসলে চাঁদ টা কে?

বা সে কে যাকে তার প্রপিতামহ ভুল করে রুটি ভেবে বর্ষার প্রথম প্রহরের সময় নিদারুন  আদিম মানুষের মতন উত্তেজনায় খেয়ে ফেলার কথা ভেবেছিল। হায় চাঁদ।

চাঁদ উঠে আর ডুবে বনে faridmazumder.com

চাঁদ উঠলেই আমার মন খারাপ হয় কেন ?

কারণ আমি মানুষ। কারণ আমার অনুভুতি আছে। শুধু খাই না। মাথাও ঘামাই। আর খাটাই মন, অনুভুতি। শশী ভূষন আগের মতই স্থীর দাড়িয়ে ভেবে চলে আকাশ বাতাস। মানুষ হলেই কি সকলকে চাঁদ তারা করে ফেরে? সকাল বিকাল? 

চাঁদ উঠে আর ডুবে বনে

কালাচাঁদ ফাকা চাঁদ

কালাচাঁদ ফাকা চাঁদ পুরুলিয়া ডিজে করে তারা, যারা এই সকল চাঁদনী রাতে ঘোর লাগলেই মৃত ঘাই বা কৃঞ্চ হরিণীর সোদা গন্ধের ডরে, চলে যায় যন্তনাহীন আবাসের খোঁজে জঙ্গলে।
পুরুলিয়ার সং হলেও সেই সব কৌতুক চাঁদের গায়ে কখনোই দাগ ফেলেনি। শুধু আকাশে সন্ধ্যার পরপরই দেখ চাঁদ উঠেছে।
 
 

চাঁদ নিয়ে কবিতা

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

আই আই চাঁদ মামা

চাঁদ মামা নিয়ে কবিতা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.